View Question 2057 views

Subject : হারুনপার্ক রক্ষা করন প্রসংগে

Avatar

Written By : Golam Muktadir Belash

প্রিয় মহোদয়,

ছালাম রইল। আশাকরি আল্লাহ্‌ রহমতে ভাল আছেন। মাননীয়া প্রধানমন্ত্রীর ভিশন অর্জনের লক্ষ্যে আপনিও গৌরিপুর বাসীর পক্ষ থেকে যথেষ্ট অবদান রেখে যাচ্ছেন বলে কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রিয় মহোদয়, আমি সহ গৌরিপুরের অনেকেই আজ হারুনপার্ক পার্ক রক্ষার দাবি তুলেছে। গৌরিপুর একএক গলির বাজার। অনেক সময় হাটাও কস্ট হয় রাস্তায়। স্বস্তির নিঃশ্বাস  একমাত্র হারুনপার্ক এ ফেলানো যায়। অজস্র সরকারী জায়গা রয়েছে আমাদের গৌরিপুরে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আমাদের দরকার কিন্তু দয়া করে তা হারুনপার্ক ছাড়া অন্য কোথাও স্থাপন করা যায় কি?

 

ধন্যবাদ সহ

গোলাম মুক্তাদির

কলেজ রোড, কালিপুর। গৌরিপুর