View Question 4405 views

Subject : বিদ্যুৎ সংযোগ প্রদান এর জন্য আবেদন।

Avatar

Written By : Md. Anamul Haque

 

তারিখঃ- ১৩ মার্চ, ২০১৭ ইং।

বরাবর,

মাননীয় যুব ও ক্রীড়া উপমন্ত্রী মহোদয়,

নেত্রকোনা  -  ২

স্যার আমার সালাম নিবেন, আমি আপনার নির্বাচনী এলাকার একজন স্থায়ী বাসিন্দা। আপনার কাছে অনেক বেদনার সাথে বলছি যে, এই আধুনিক যুগেও আমাদের গ্রামটি বিদ্যুৎ এর অভাবে আজও অন্ধকারে ডুবে আছে। ফলে আমরা কৃষি, ব্যবসা ও পড়াশোনায় অনেক পিছিয়ে আছি। এবং দারিদ্রতা আমাদের পিছু ছাড়ছে না। অথচ সারা দেশ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জুয়ারে ভাসছে।

অতএব, মহোদয়ের নিকট আমার প্রশ্ন, আমাদের গ্রামে বিদ্যুৎ প্রদানের জন্য আপনার বা সরকারের কোন পরিকল্পনা আছে কি না ? থাকলে তা কবে বাস্তবায়ন করা হবে? 

নিবেদক

এলাকাবাসীরর পক্ষে,

মোঃ এনামুল হক 

Avatar

Written By : Arif Khan Joy -আরিফ খান জয়

Public

বিদ্যুৎ সংযোগ প্রদান প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন নেত্রকোনা-২, আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আরিফ খান জয়।  আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ এনামুল হক ।এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর ইমতিয়াজ আহমেদ শুভ।

ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আরিফ খান জয়।https://www.amarmp.com/mp/575/message/1301