View Question 2940 views

Subject : নেত্রকোণা-৩ আসনের আটপাড়া উপজেলার দওজ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিদ্যুৎ প্রদান সম্পর্কে

Avatar

Written By : AmarMP Admin

জনাব,


আমার নাম ধ্রবমহলানবিশ।আমি নেত্রকোণা-৩ আসনের আটপাড়া উপজেলার দওজ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মহেশ্বর খিলা গ্রামের বাসিন্দা।ইতিমধ্যে আটপাড়া-কেন্দুয়ার অনেক অংশে বিদ্যুতায়ন হয়েছে। এমনকি আমাদের গ্রামের শুরুর দিকের কয়েকটি বাড়িতে বিদ্যুত এসেছে কিন্তু অবশিষ্ট গ্রামে এখনো বিদ্যুৎ পৌছেনি।


মাননীয় এম.পি মহোদয়ের প্রতি আমার সবিনয় জিগ্গাসা কবে নাগাত আমাদের গ্রামে বিদ্যুতের আলো পৌছাবে?

Avatar

Written By : AmarMP Admin

Public

The reply has been provided by official letter from MP.