View Question 2369 views

Subject : "জালালপুর- বিষ্ণুপুর রাস্তা পাকাকরণ ও উপযোগীকরণ প্রসঙ্গে "

Avatar

Written By : Mitul

আমি মোঃকামাল হোসেন মিতুল,গ্রামঃবিষ্ণুপুর,উপজেলাঃ কেন্দুয়া।

স্যার,যথাবিহীত সম্মানপূর্বক আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে,আমাদের এলাকায় গোগবাজার হতে জালালপুর- বিষ্ণুপুর হয়ে চৌমুরিয়া মোড় পর্যন্ত কাঁচা রাস্তাটির কতটা বেহাল দশা আর কতটা ভোগান্তির তা স্বচক্ষে পরিদর্শন না করলে বুঝা কঠিন। বর্ষা মৌসুমে ভোগান্তি বিশেষ করে আমাদের মত ছাত্র-ছাত্রীদের যখন হাটু সমান কাদামাটি মাখিয়ে কেন্দুয়ায় উঠতে হয় তখন পড়াশোনার প্রতি শক্তিটা নিঃশেষ হওয়ার দ্বারপ্রান্তে। অন্যান্য শ্রেণী-পেশার মানুষদের দুর্ভোগের কথাও এখানে বলে শেষ করা যাবে না।

অতএব,আপনার কাছে শুধু এটুকুই চাওয়া দীর্ঘদিন যাবত বয়ে আসা আমাদের এই কষ্ট লাগব করার জন্য উক্ত রাস্তাটি আপনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পাকাকরণ করার পরিকল্পনা আছে কি না, আমাদের শিক্ষার্থীদের দিক অন্তত বিবেচনা করে হলেও? পরিকল্পনা না থাকে অতি দ্রুত আপনার মেয়াদকালে ও "মাদার অব হিউম্যানিটি" জননেত্রী শেখ হাসিনার সরকারের এই মেয়াদকালে পদক্ষেপ নিয়ে আপনার নির্বাচনী আসনের এই এলাকার মানুষগুলোর দুর্দশা দূরীকরণে হুজুরের যেন মর্জি হয়।আমিও বিশেষভাবে কৃতজ্ঞ থাকব সারাজীবন।