View Question 2193 views

Subject : বলাইশিমুল গ্রামে বিদু্ৎতায়ন প্রসঙ্গে।

Avatar

Written By : Tofazzal Hossain Monir

মাননীয় এমপি মহোদয়, আসসালামু আলাইকুম। আমি আপনার নির্বাচনী এলাকার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের একজন বাসিন্দা। আপনি আমাদের গ্রামে বিদুৎ দিতেছেন। এজন্য আপনাকে আমাদের গ্রামবাসীর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশুজিয়া থেকে আমলীতলা বাজার পর্যন্ত এক দাগের এই বিদুৎ। কিন্তু দুঃখের বিষয় আপনি জানেন, আশুজিয়া ইউনিয়নে বিদুতায়ন হয়ে গেছে কিন্তু আমাদের বলাইশিমুল উওর পাড়া হতে আমলীতলা বাজার পর্যন্ত লাইন উদ্বোধন হয় নাই। এক সাথের লাইন কিন্তু ঐটা হয়ে গেছে আমাদেরটা হয় নাই। আপনার কাছে আকুল আবেদন অল্প কিছু দিনের মধ্যে আমাদের লাইনটা উদ্বোদন করে দিবেন। নিবেদক, তোফাজ্জল হোসেন