View Question 1549 views

Subject : “নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুম এখন টিসি অফিস”

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা একটি প্রথম শ্রেণির পৌরসভা। দুইটি আন্তঃনগর ও একটি মালিকানা ট্রেনসহ

মোট ৫টি ট্রেন প্রতিদিন এই পথে যাতায়াত করে। সন্তোষজনক আয় দেখিয়ে বেশ কয়েকবার সুনাম অর্জন করেছে এই মোহনগঞ্জ স্টেশন।

পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার অধিকাংশ মানুষসহ ভাটি অঞ্চলের প্রধান যাতায়াত ব্যবস্থা এই ট্রেন।

আন্তঃনগর ট্রেন চালুর পর থেকেই যাত্রীদের জন্য একটি ওয়েটিং রুমের ব্যবস্থা ছিল কিন্তু হঠাৎ করেই তা বন্ধ করে টিসি অফিস বানিয়ে ফেলা হয়েছে।

এতে করে যাত্রীরা স্টেশনে নানান দূর্ভোগের শিকার হচ্ছেন, দাঁড়িয়ে কিংবা কোথাও হেলান দিয়ে বা ট্রলির উপর বসে ট্রেনের জন্য অপেক্ষা
করতে হচ্ছে তাদেরকে।

এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া খুব প্রয়োজন বলে মনে করছেন ট্রেন যাত্রীরা।

গত ১৮ই আগস্ট ২০১৯ তারিখে সকাল ৯টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার তার ক্যামেরায় ভিডিওটি ধারণ করেন।


এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রেবেকা মোমিন
এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমার এমপি টিম