View Question 3997 views

Subject : নদী ভাঙ্গন থেকে আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারকে রক্ষা করণ প্রসঙ্গে।

Avatar

Written By : Alamgir Farid

মাননীয় সংসদ সদস্য প্রিয় রেজওয়ান আহাম্মদ তৌফিক ভাই আমার মৃগা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে  শুভেচ্ছা গ্রহন করুন।

আমার প্রশ্ন হলো, আপনার নির্বাচনী এলাকা ইটনা  উপজেলার  মৃগা  ইউনিয়নের আমিরগঞ্জ -জনতাগঞ্জ ও আশপাশের কয়েকটি গ্রাম কালনী নদীর ভাঙ্গনে বিলিন হতে যাচ্ছে ।নদী ভাঙ্গন থেকে আমিরগঞ্জ-জনতাগঞ্জ ও আশপাশের কয়েকটি গ্রামকে রক্ষা করতে আপনি কি কোন পদক্ষেপ গ্রহন করেছেন?

বিনীত,

আলমগীর ফরিদ

Avatar

Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক

Public

আমি প্রথমেই amarmp.com কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি প্রশ্নকর্তা আলমগীর ফরিদসহ আমার নির্বাচনী এলাকা মৃগা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানাই।

আপনারা জানেন ভাটি এলাকার বিভিন্ন গ্রাম ও বাজার নদী ভাঙ্গনের কবলে পরে বিলীন হয়ে যায়। ভাটি এলাকার মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থেকেই বসবাস করে। এ এলাকার প্রকৃতিটাই এমন। ভাটি এলাকার মানুষের কথা ভেবেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার নদী ভাঙ্গন রক্ষাকল্পে বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছে। সে আলোকেই আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজার ও আশেপাশের গ্রাম রক্ষার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজার ও গ্রাম রক্ষার জন্য কালনী-কুশিয়ারা প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে প্রকৌশলী টিমও পরিদর্শন করেছে। আশা করছি- খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।