View Question 6261 views
Subject : আদমপুর থেকে নুরপুর রাস্তা পাকাকরন প্রসঙ্গে
Written By : Karim Hossain
আমরা নুরপুর বাসী নুরপুর থেকে আদমপুর যাতায়াত করতে খুব সমস্যার সম্মুখীন হচ্ছি,আমাদের এই রাস্তা দিয়ে ৃঘাগড়া সহ আব্দুল্লাহ পুর ইউনিয়নের সকল জনগণ এবং আদমপুর ইউনিয়ন বাসী সিলেট,হবিগনজ্, ব্রাহ্মমণবাড়িয়ায়, যাতায়াত করে বিধায় রাস্তাটি জনগুরু্ত্ব পূর্ণ রাস্তায় পরিনত হয়েছে,অতএব আমার এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন এই রাস্তাটি বারমাসি রাস্তা হিসেবে পাকা করণে আপনার সুদৃষ্টি কামনা করছ।
Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক
আমি প্রথমে আদমপুর ইউনিয়নের সকল জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সাথে প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই।
আমি আদমপুর থেকে নূরপর পর্যন্ত সাবমার্সেবল রোডের টেন্ডার পাস করিয়েছিলাম। কিন্তু ওই সময় নূরপুরবাসীর দাবি ছিলো অলওয়েদার রোডের (বার মাসের রাস্তা)। এর প্রেক্ষিতে রোডের কাজটি আর এগোয়নি। কিন্তু আমি এখনো আদমপুর থেকে নূরপর পর্যন্ত রাস্তার কাজটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এছাড়া আদমপুর বাজার থেকে হবিগঞ্জের বুল্লা বাজারের সাথে সড়ক পথের সংযোগ করার জন্য হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির মহোদয়ের সাথেও কথা বলেছি।
ধন্যবাদ।