View Question 5363 views

Subject : ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলার বেকার যুবকদের বিষয়ে আপনার চিন্তা কি?

Avatar

Written By : তোফায়েল আহমেদ তুষার

আসসালামুঅলাইকুম ভাইয়া।

আশা করি ভালো আছেন। ভাইজান আমার প্রশ্ন হলোঃ

আমাদের ৩ উপজেলায় অনেক বেকার যুবসমাজ আছে। যারা বেকারত্বের কারণে হতাশায় পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বেছে নিচ্ছে অবৈধ পথ। আমার জেলার পাশের জেলা ময়মনসিংহের নান্দাইলে বেকারদের জন্য একটি ভাতার ব্যবস্থা চালু আছে। আমাদের এলাকার যুবকদের জন্য কি এই ধরনের কোনো ব্যবস্থা নেয়া যেতে পারে কি? 

Best Regards

তোফায়েল আহমেদ তুষার 

Avatar

Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক

Public

প্রথমেই আমার নির্বাচনী এলাকা অষ্টগ্রাম উপজেলার জনগণকে সালাম ও শুভেচ্ছা জানাই। সেই সাথে প্রশ্নকর্তাকেও ধন্যবাদ জানাই।

প্রশ্নকর্তাকে প্রথমেই বলতে চাই, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেকারদের জন্য বেকার ভাতা চালু নেই। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা ও জননেত্রী শেখ হাসিনার সরকার বেকার যুবকদের প্রশিক্ষিত করে দেশ গঠনের কাজে এবং জাতীয় উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী নামে এক যুগান্তরকারী কর্মসূচী চালু করেছে । এ কর্মসূচীতে বেকারদের কর্মসংস্থান হচ্ছে। আর নান্দাইল উপজেলায়ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচী চালু হয়েছে।

আমিও আমার নির্বাচনী এলাকা ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এ তিন উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী চালু করার চেষ্টা করছি এবং আশা করছি খুব শীঘ্রই চালু হবে। আর এ সার্ভিস চালু হলে তিন উপজেলার বেকারদের কর্মসংস্থান হবে।

ধন্যবাদ।