View Question 5466 views
Subject : বাংগালপাড়া চাতলপাড় রাস্তা প্রসংগে।
Written By : Md. Shibli Nomani
আসসালামু আলাইকুম। আমি শিবলী নোমানী। কাসতুল ইউনিয়নের মসজিদজাম থেকে। আমরা জানি যে বাঙালপাড়া থেকে চাতলপাড় পর্যন্ত আভুরা রাস্তা হবে। আমার প্রশ্ন কবে নাগাদ এর কাজ শেষ হবে। আর চাতলপাড় নদীতে ব্রিজ হবে নাকি ফেরি দেওয়া হবে।
বিনীত,
শিবলী নোমানী
Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক
প্রথমেই কাস্তুল ইউনিয়নবাসীর প্রতি আমার সালাম রইলো। সেই সাথে প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, অষ্টগ্রামের বাঙ্গালপাড়া থেকে নাসিরনগরের চাতলপাড় পর্যন্ত অলওয়েদার সড়কের কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের মেয়াদ ২০১৮ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। আর সড়ক পথে যাতায়তের সুবির্ধাতে চাতলপাড়ের মেঘনা নদীতে ব্রিজ নির্মাণ করা হবে ।