View Question 4657 views
Subject : বাংগালপাড়া ইউনিয়নের বিদ্যুৎ উন্নয়ন প্রসঙ্গ।
Written By : Misbahul Islam Anik
আসসালামু আলাইকুম তৌফিক ভাই। আশা করি ভালো আছেন। আমি কিশোরঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাংগালপাড়া গ্রামের বাসিন্দা। আমাদের এলাকায় আস্তে আস্তে যোগাযোগব্যবস্থার উন্নতি হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না বিদ্যুৎ কাজের। যোগাযোগব্যবস্থার সাথে বিদ্যুৎ ব্যবস্থাও খুব গুরুত্বপূর্ণ। এই গ্রামে বিদ্যুৎ নিয়ে সকল গ্রামবাসী অসুবিধায় আছেন। নিয়মিত বিদ্যুৎ না থাকায় অনেক কাজের অসুবিধা হচ্ছে। এর মধ্যে প্রধান অসুবিধা হল "লেখাপড়া"। বিদ্যুতের সমস্যা বেশি দেখা দেয় রাতে। সন্ধ্যার পরে ছাত্রছাত্রীরা যখন পড়ালেখা নিয়ে ব্যস্ত হতে চায় তখন বেশিরভাগ সময়ই দেখা দেয় এই সমস্যা। তাই আমি চাই আমাদের বাংগালপাড়া গ্রামের বিদ্যুৎ সংযোগ উন্নতি করা হোক। খোদা হাফেজ।
Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক
প্রথমেই আমার নির্বাচনী এলাকা বাঙ্গালপাড়া ইউনিয়নবাসীর প্রতি রইল আমার শুভেচ্ছা এবং সেই সাথে প্রশ্নকর্তাকে ধন্যবাদ। আপনারা জানেন মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। সেই লক্ষ্যে আমি আমার এলাকায় কাজ করে যাচ্ছি। বিদ্যুৎ সংযোগ নিরবিছিন্ন রাখতে ইতোমধ্যে মিঠামইন উপজেলায় বিদ্যুতের একটি সাব-স্টেশন নির্মাণ করা হয়েছে। এরেই ধারাবাহিকতায় অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় সাব-স্টেশন নির্মাণ করা হবে। ইতোমধ্যে সাব-স্টেশনের জায়গাও নির্ধারণ করা হয়েছে । আর এসব সাব-স্টেশন নির্মাণ হলে আমার তিন উপজেলায় নিরবিছিন্ন বিদ্যুৎ অব্যাহত থাকবে ।