View Question 3705 views
Subject : মৃগা ইউনিয়নে বিদ্যুৎ প্রসঙ্গে
Written By : Jalal Uddin
মাননীয় সংসদ সদস্য, ইটনা উপজেলার মৃগা ইউনিয়নবাসীর সালাম নিবেন,
এই আধুনিক যুগে আমাদের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে বিদ্যুতের অভাবে আজো অন্ধকারে ডুবে আছে ফলে আমরা কৃষি ব্যবসা ও পড়াশুনায় অনেক পিছিয়ে আছি এবং দারিদ্রতা আমাদের পিছু ছাড়ছে না । এদিকে সারাদেশে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ারে ভাসছে ।
এমনকি পার্শ্ববর্তী ইউনিয়নে বিদ্যুৎ এর বাতি জ্বলছে । অথএব,
মহোদয়ের নিকট আমার প্রশ্ন আমরা কবে নাগাদ বিদ্যুতের আলোয় আলোকিত হব?
Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক