View Question 3554 views

Subject : মৃগা ইউনিয়নে বিদ্যুৎ প্রসঙ্গে

Avatar

Written By : Jalal Uddin

মাননীয় সংসদ সদস্য, ইটনা উপজেলার মৃগা ইউনিয়নবাসীর সালাম নিবেন,

এই আধুনিক যুগে আমাদের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে বিদ্যুতের অভাবে আজো অন্ধকারে ডুবে আছে  ফলে আমরা কৃষি ব্যবসা ও পড়াশুনায় অনেক পিছিয়ে আছি এবং দারিদ্রতা আমাদের পিছু ছাড়ছে না । এদিকে  সারাদেশে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ারে ভাসছে ।

এমনকি পার্শ্ববর্তী ইউনিয়নে বিদ্যুৎ এর বাতি জ্বলছে ।  অথএব,

মহোদয়ের নিকট আমার প্রশ্ন আমরা কবে নাগাদ বিদ্যুতের আলোয় আলোকিত হব?  

Avatar

Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক

Public

মৃগা ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ প্রসঙ্গে করা আরো একটি প্রশ্নের উত্তর দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজওয়ান আহাম্মদ তৌফিক।
 
এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন মোঃ জালাল উদ্দিন।
 
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কমের এম্বাসেডর টিটু দাস।
 
এক লিখিত বার্তায় এমপি বলেন-