View Question 3060 views
Subject : খেলার মাঠ সংস্করণ প্রসঙ্গে
Written By : Misbahul Islam Anik
আসসালামু আলাইকুম জননেতা তৌফিক ভাই। আশা করি ভালো আছেন। আমি অষ্টগ্রাম থানার বাঙ্গালপাড়া ইউনিয়ন থেকে বলছি। আমাদের বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি একসময় অনেক জনপ্রিয় ছিল, কিন্তু এখন মাঠটি অবহেলিত হয়ে খেলার অনুপযোগী হয়ে আছে। উপযুক্ত অন্য কোনো ভালো মাঠ না থাকায় নিয়মিত 'স্কুল স্পোর্টস ইভেন্ট'গুলো করা সম্ভব হচ্ছে না। আমাদের এই বাঙ্গালপাড়া স্কুলের মাঠটি আপনার নজরে আনার জন্য আহ্বান জানাচ্ছি। বলে রাখা ভালো যে, স্কুল স্পোর্টস ইভেন্টসহ এলাকার সকল ধরনের খেলার আয়োজন এই মাঠেই করা হয়। আমরা আপনার কাছে আশাবাদী যে, মাঠটি স্টেডিয়াম সিস্টেমে গ্যালারি করা হোক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। - বাঙ্গালপাড়া স্কুল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে।
Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক