View Question 2876 views

Subject : খেলার মাঠ সংস্করণ প্রসঙ্গে

Avatar

Written By : Misbahul Islam Anik

আসসালামু আলাইকুম জননেতা তৌফিক ভাই। আশা করি ভালো আছেন। আমি অষ্টগ্রাম থানার বাঙ্গালপাড়া ইউনিয়ন থেকে বলছি। আমাদের বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি একসময় অনেক জনপ্রিয় ছিল, কিন্তু এখন মাঠটি অবহেলিত হয়ে খেলার অনুপযোগী হয়ে আছে। উপযুক্ত অন্য কোনো ভালো মাঠ না থাকায় নিয়মিত 'স্কুল স্পোর্টস ইভেন্ট'গুলো করা সম্ভব হচ্ছে না। আমাদের এই বাঙ্গালপাড়া স্কুলের মাঠটি আপনার নজরে আনার জন্য আহ্বান জানাচ্ছি। বলে রাখা ভালো যে, স্কুল স্পোর্টস ইভেন্টসহ এলাকার সকল ধরনের খেলার আয়োজন এই মাঠেই করা হয়। আমরা আপনার কাছে আশাবাদী যে, মাঠটি স্টেডিয়াম সিস্টেমে গ্যালারি করা হোক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। - বাঙ্গালপাড়া স্কুল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে।

Avatar

Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক

Public

প্রথমেই আমার নির্বাচনী এলাকা বাঙ্গালপাড়া ইউনিয়নবাসীর প্রতি রইল আমার শুভেচ্ছা এবং সেই সাথে প্রশ্নকর্তাকে ধন্যবাদ।
 
আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অষ্টগ্রাম উপজেলা সদরে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। আর বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ে দুইটি নতুন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে এবং বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা দূরীকরণে ইতোমধ্যে মাটি ফেলে মাঠ ভরাট করা হয়েছে। পরবর্তিতে মাঠের আরো উন্নয়ন করা হবে। আপাতত ইউনিয়ন পর্যায়ে সরকারের স্টেডিয়াম করার পরিকল্পনা নাই।
 
ধন্যবাদ।