Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1664 views

Subject : কিশোরগঞ্জ এর ভৈরবে সরকারি স্থাপনার সামনে আবর্জনার স্তূপ

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

কিশোরগঞ্জ এর উপজেলা পরিষদ ভৈরব, পাশাপাশি তিনটি সরকারি ভবন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, উপজেলা পশু হাসপাতাল এবং বাংলাদেশ টেলিকমিউনিকেন্স কোম্পানী লিমিটেড এখানেই অবস্থিত। এমন এক জনগুরুত্বপূর্ণ জায়গায় দেখা যায় ময়লা আবর্জনার বিশাল স্তূপ। সরকারি ভবনের পাশাপাশি এখানে রয়েছে কর্মসংস্থান ব্যাংক, পূবালী ব্যাংক সহ আরো গুরুত্বপূর্ণ কার্যালয়। ভৈরব-ময়মনসিংহ হাইওয়ের সাথে গড়ে ওঠা এই আবর্জনার স্তূপের ফলে দূষিত হচ্ছে এই এলাকার বাতাস ও পরিবেশ। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার মানুষ সাথে অসুবিধায় পড়তে হচ্ছে স্কুল কলেজে পড়া শিক্ষার্থীদেরও। এই আবর্জনার ফলে সৃষ্টি হচ্ছে ক্ষতিকর মশা মাছির এবং রোগজীবণুর। বহু দিন ধরে ধীরে ধীরে এই আবর্জনার পাহার গড়ে উঠলেও প্রশাসন এখনও নিশ্চুপ। এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব এই ময়লা আবর্জনার স্তুপ যেন স্থানান্তর করা হয়। এই বিষয়ে কিশোরগঞ্জ- ৬ আসনের মাননীয় এম.পি জনাব নাজমুল হাসান পাপন এর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

বিনীত

আমার এমপি