View Question 2013 views

Subject : জমি দখল মুক্তো করে দেয়াড় জন্য আবেদন

Avatar

Written By : Ŝūmøñ XĒv

মাননীয় এমপি মহোদয়, আসসালামু ওয়ালাইকুম। 

আমি অনার্স ৩য় বর্ষের একজন ছাএ। আমার বাবা একজন মানুষিক রুগী, মা গৃহিনী। আমাদের সম্পত্তি বলতে এখন আর কিছু নেই। কারণ আমাদের একমাত্র সম্পদ এখন আওয়ামীলীগ ও আপনাদের এক মাঠ কর্মীর দখলে। ওই ব্যক্তি আমার সামান্য জমিটি দখল করে রেখেছে। গোপনীয়তা ও আমার সুরক্ষার জন্য আমার জমি ও দখল কারি ব্যক্তির বিষয়ে কিছু লিখলাম না।

আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি, আপনি আমার চিঠি বিবেচনায় নিয়ে আপনার সাথে দেখা করার সুযোগ দিবেন। এবং আমার জমি ফিরিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করবেন।

ধন্যবাদ।