মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাটেরচর ইউনিয়নের জামালদি এলাকার প্রধান সড়কের বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত। ঢাকা-চট্টগ্রাম থেকে জামালদি বাসস্ট্যান্ড নেমে হোসেনদি ও টেংগারচর এলাকাতে যাওয়ার প্রধান রাস্তা এটাই। এই রাস্তার সামনেই রয়েছে বিভিন্ন কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সরকারি প্রতিষ্ঠানতো আছেই। কিন্তু হালকা বৃষ্টি হলেও এই রাস্তাটাতে এতো বেশী কাদা জমে যায় যে হাঁটাতো দুরে থাক ছোটো গাড়ী গুলোই চলতে পারেনা। তাছাড়া রাস্তাও অনেক বেশী ভংগুর। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাও নাই। তাই নিয়মিত এই বিরাট জনপদ এই ভোগান্তির মধ্যে আছে। বৃষ্টি হলেই ভোগান্তি আরো বৃদ্ধি পায়। পাশেই রয়েছে হামদরদ বিশ্ববিদ্যালয়। গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ অতী জরুরী বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।
ভিডিওটি গত ২৯ মে আমার এমপি ডটকমের একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দী করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট মৃনাল কান্তি লাল-এর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।