আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত। আমি সরকারী বাসায় থাকি। আমাদের বিদ্যুত বিল আগে ফিক্সড ছিল। ফিক্সড অবস্থায় আমার বিল হত প্রতিমাসে ৫০০ টাকা। কিন্তু বর্তমানে মিটারের রিডিং অনুসারে বিল কর্তন করা হচ্ছে। আমার বর্তমান বিল হয় ২৫৪ টাকা থেকে ২৮৯ টাকার মধ্যে। অপরদিকে কারো কারো বিল এখন ১৫০০ টাকাও ছাড়িয়ে গেছে। এতে করে আমরা স্বল্প আয়ের সাশ্রয়ীরা উপকৃত হচ্ছি, সরকার সঠিক রাজস্ব পাচ্ছে, দেশের সম্পদের অপব্যবহার বন্ধ হচ্ছে।
গ্যাসের বিলটা মিটারের মাধ্যমে করলে দেশের স্বল্প আয়ের সাশ্রয়ী নাগরিকের উপকার হত। পাশাপাশি গ্যাসের অপচয় রোধ হত। সরকারী সিদ্ধান্তের প্রতি মানুষের আস্থা বাড়ত বলে আমার বিশ্বাস।
আপনার কাছে প্রশ্ন হলো কেন গ্যাসের বিল মিটার রিডিং এর উপর ভিত্তি করে করা হয়নি?