Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1709 views

Subject : ঝুঁকিপূর্ণভবেই অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলছে

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

ঢাকা সদরঘাট টু বেতুয়া রুটের এমভি ফারহান-০৫ লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। লঞ্চের ধারন ক্ষমতা হলো ৬শ’ ৩৯ জন। কিন্তু তার পরিবর্তে লঞ্চে যাত্রী বহন করা হয়েছে প্রায় ১২০০ থেকে ১৫০০ জন। যা যাতায়াতকারী যাত্রীদের জন্য অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত যাত্রীর কারণে লঞ্চের ডেকে স্থান সংকুলান না হওয়ায়। ঝুঁকিপূর্ণ ভাবেই যাত্রীরা অন্ধকারাচ্ছন্ন লঞ্চের মূল ছাদেই বসার জায়গা করে নিয়েছেন। এতে করে যেকোনো মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা থাকে। অনেক সময়ে বড় ঢেউয়ের সাথে যাত্রীদের অসাবধানতার কারণে নিচে পড়ে মৃত্যু বরণ করে। আবার অতিরিক্ত যাত্রীর কারণে লঞ্চ ডুবার সম্ভাবনাও থাকে বেশি। ভিডিওটি গত ১ জুন শনিবার সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে সদরঘাটের ফারহান-০৫ লঞ্চের ভিতর থেকে আমার এমপি ডটকমের একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দী করেন।

এ বিষয়ে ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ আবু হোসেন-এর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি