Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2128 views

Subject : খেলার মাঠ ও যাতায়ত অব্যবস্থাপনা প্রসঙ্গঙে

Avatar

Written By : Abdul Kader

প্রথমে হাজার সংগ্রামী সালাম ও জয় বাংলা ।

বেয়াদবি মাফ করবেন- আমি আ: কাদির ডেমরা 1নং ওয়ার্ডের আপনার  (হয়তবা) পিরিচিত একজন নাগরীক,  

1) মানীয় সাংসদ আপনি জানেন আমাদের 1নং ওয়ার্ডে প্রায় 13500 (তের হাজার পাঁশচ) জন ভোটার এবং সম্ভাব্য 20000 (বিশ হাজার) লোক বস বাস করি কিন্তু আমাদের সন্তানদের জন্য কোন উন্মক্ত খেলার মাঠ, বিনোদন কেন্দ্র বা কোন র্পা ক নেই । যা আছে তা কেউ না কেউর পূর্ব  অনুমতি ছাড়া  আমার প্রবেশ করতে পারিনা। তাই আপনার সু-দৃষ্টি ও একান্ত সহযোগিতা কামনা করছি না হয় আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব না।

2) এই বিষয়টি আর বলার অপেক্ষা রাখে না *যাতায়ত*  একজন ছাত্রের ডেমরা বাজার হতে ডেমরা ষ্টাফ কোয়াটার যেতে রিকশা (আর কোন পাবলিক যানবাহন নেই) সর্ব  নিম্ন 30/- ত্রিশ টাকা প্রয়োজন, অথচ ষ্টাফ কোয়াটার হতে ঢাকা কলেজ বা গুলিস্থান যেতে  বাস ভাড়া 15/- (ছাত্র হাফ ভাড়া ) তাই ডেমরা বাজার হতে কোন শেয়ার যানবাহন বা সি.এনজি. ষ্টান বা আপনার কোন নতুন আইডিয়া দিলে আমাদের সন্তান ও সবার জন্য খুবই উপকার হয়।

জানি না আপনার হাতে লেখাটি পওছাবে কিনা? বা উত্তর/সমাধান পাব কি না? যাই হোক সাহস করে আপনার বরাবর লিখলাম । বেয়াদবি মাফ করবেন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

নাম- আ: কাদির 

পিতা - আজিজুল হক বাবুল

ডেমরা 1নং ওয়ার্ড

01724257543