ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের-ডিএসসিসি ৪৫নং ওয়ার্ডের ঐতিহ্যবাবাহী ধুপখোলা মাঠটি দীর্ঘ দিন ধরে হানিফ ফ্লাইওভার নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের দখলে ছিল। তারা ফ্লাইওভার নির্মানের বিভিন্ন সরঞ্জাম রাখত।হানিফ ফ্লাইওভার নির্মান শেষে তারা তাদের যন্ত্রপাতি নিয়ে মাঠকে আগের অবস্থায় না ফিরিয়ে তারা তাদের সরঞ্জাম নিয়ে চলে যায়।
কিন্তু বর্তমানে রিকসা, গাড়ি সহ বিভিন্ন ধরনের ময়লা বর্জ্য রাখা হয়েছে। মাঠের বিভিন্ন স্থানে বড় বড় পাথর রয়েছে। মাঠের উপর দিয়ে চলাচল করতে কষ্ট হয়। আগে থাকতো খেলাধূলা! এখন ময়লা আবর্জনা।’
পুরান ঢাকার ধূপখোলা পাবলিক মাঠে গেলে দেখা যায়, মাঠের অবস্থা বেহাল হয়ে পড়েছে। অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। মাঠের সীমানা দখল করে গড়ে উঠেছে রিকশার গ্যারেজ। চারপাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ছে মাঠটি। এছাড়া মাঠের বাউন্ডারি উপরে বানানো বিভিন্ন রাজনৈতিক কার্যালয় গুলো অপসারণ করে বাউন্ডারির উপরে হাটাচলার ব্যবস্থা উন্মুক্ত রাখা হোক। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন, এমপি কাজী ফিরোজ রশিদ এমপি এবং গণমান্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি।