View Question 1721 views

Subject : প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের রাস্তায় জ্বলে না বাতি

Avatar

Written By : AmarMP Admin

মাননীয়  এমপি মহোদয়

সালাম নিবেন। আমরা জেনেছি যে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় বেশ কয়েকটি জায়গায় রাতের বেলায় ল্যাম্পপোস্টে বাতি জ্বলে না-এমন অবস্থা ধরা পড়েছে আমারএমপির একজন ভোলান্টিয়ারের ক্যামেরায়। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতি আমাদের কি বেশি সুনজর দেওয়া উচিত নয়?

বিনীত

আমারএমপি টিম