View Question 1981 views

Subject : পান্থপথ এলাকার প্রধান সড়ক দখল করে রেখেছে ময়লার স্তুপ

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

আমরা জানতে পেরেছি যে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর সামনে ফুটওভার ব্রিজের নিচে জমে আছে ময়লার স্তুপ।এই ময়লা আবর্জনা রাস্তার অধিকাংশ স্থান দখল করে রেখেছে।ময়লার স্তুপ জমে থাকার কারণে পঁচা দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। যার ফলে হাটার সময় মানুষকে কাপড় দিয়ে নাক ঢেকে স্থান ত্যাগ করতে হচ্ছে।এছাড়া এ ময়লা আবর্জনা রাখার জন্য এখানে নেই কোন নির্দিষ্ট ডাস্টবিন।  যার ফলে পশু পাখির মাধ্যমে ময়লা আবর্জনা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।  এ বিষয়ে ঢাকা ১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান খান এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

ভিডিও  টি  ধারণ করা হয়েছে বসুন্ধধরা সিটি শপিং কমপ্লেক্স  এর সামনে,পান্থপথ ,ঢাকা থেকে দুপুর ১.৩৫ মিনিটে। 

এই বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি।

বিনীত

আমারএমপি টিম