View Question 1710 views

Subject : ঢাকার মহাখালী- সাতরাস্তার মাঝে ফুটওভার ব্রিজের কাজ আটকে আছে অদৃশ্য শক্তির কারণে!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

ঢাকা মহানগরীর ব্যস্ততম মহাখালী থেকে সাতরাস্তার মাঝে প্রয়োজনীয় ফুটওভার ব্রিজ না থাকায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। কয়েক বছর আগে এখানে একটি ওভার ব্রিজের কাজ শুরু হলেও অদৃশ্য কোনো শক্তির কারণে তা মুখ থুবরে পড়ে।রাস্তার এক পাশে একটি মোটরসাইকেলের শো-রুম এবং বাকি জায়গা জুড়ে আছে হক ইন্ডাস্ট্রিজ এর বিশাল ভবন।অনেকেই মনে করছেন, এই জায়গায় ফুটওভার ব্রিজ হলে হক গ্রুপের ব্যবসায় ভাটা পড়ত। ওভার ব্রিজের অর্ধেক কাজ করার পরেও থমকে আছে বাকি কাজ। দ্রুত মহাখালী থেকে সাতরাস্তার মাঝে প্রয়োজনীয় ফুটওভার ব্রিজের দাবি জানিয়েছেন পথচারীরা। ভিডিওটি গত 29 মে ২০১৯ তারিখে ধারণ করেছেন আমারএমপি ডট কমের একজন ভোলান্টিয়ার।

এ বিষয়ে ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান খাঁন এর দৃষ্টি আর্কষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি