View Question 1708 views

Subject : রাজধানীতে পুলিশ ও আনসার এর প্রকাশ্য চাঁদাবাজি

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

কারওরান বাজার মোড়ে সোনারগাঁ হোটের সামনে সিগন্যালে প্রতিদিন সকালে রিক্সা-ভ্যান,সিএনজি, পিকআপ আটকে চাঁদা তোলে কিছু আনসার ও পুলিশ সদস্য। টাকা না দিলে তাদের আটকে হয়রানি করা হয়। এখানে প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সবজি ও মাছ ব্যবসায়ীরা আসে মাছ ও সবজি বিক্রয় করতে আসে। এতে তাদের একটা বাড়তি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।

এই বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করছি।

বিনীত

আমারএমপি