View Question 1734 views

Subject : ঢাকার কাওরান বাজারে ফাঁকা জায়গা দখল করে রাজনৈতিক কার্যালয়!

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি 

শুভেচ্ছা নিন।

কাওরান বাজার ফ্লাইওভারের নিচের ফাঁকা জায়গা দখল করে অবৈধ ভাবে বানানো হয়েছে একটি রাজনৈতিক কার্যালয়। কার্যালয়টিতে কোন অঙ্গসংগঠন অথবা কোন ইউনিটের নাম উল্লেখ নেই। শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলানো।ভিতরে বসার জন্যে চেয়ার টেবিল আছে এবং দেখার জন্য রয়েছে টিভি । তার দুই পাশে বড় দুটি লাউড স্পিকার রয়েছে । এখানে কার্যক্রম বলতে সারাদিন সিনেমা দেখা হয় এবং লাউড স্পিকারে হিন্দি গান শোনা হয়। এটি যদি আওয়ামীলীগের অনুমোদিত কোন কার্যালয় হয়ে থাকে তবে অবশ্যই তার ইউনিটের নাম ও তথ্য থাকা আবশ্যক। নতুবা জাতির জনক ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে এই অবৈধ দখলবাজী জঘন্যতম অপরাধ বলে মনে করে স্থানীয় সাধারণ জনগণ। ভিডিও টি ধারণ করা হয়েছে গত ৬ জুন ২০১৯ সন্ধ্যা ৭ টায় আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায় । এ বিষয়ে ঢাকা ১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান খাঁন এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে ।

বিনীত

আমারএমপি