Jahangir Kabir Nanak -জাহাঙ্গীর কবির নানক
Former/Previous MP
Dhaka-13 , Dhaka
Bangladesh Awami League
Ambassador
No ambassador found for this MP
View Question 2699 views
Subject : রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা প্রসঙ্গে
Written By : AmarMP Admin
আমার এমপি ডট কমের আহ্বানের প্রেক্ষিতে ঢাকা-১৩ সংসদীয় আসনের ৩৩ নং ওয়ার্ড এর রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা নিয়ে এক মিনিটের একটি তথ্যচিত্র পাঠালেন মোঃ শরীফ উদ্দিন নামে ঢাকার এক নাগরিক।
এই তথ্যচিত্রের মাধ্যমে রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।
সম্প্রতি আমার এমপি ডট কম স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে এক মিনিটের তথ্যচিত্র পাঠানোর জন্য আহবান করে। তথ্যচিত্র গুলু আমার এমপি'র ইউটিউব চ্যানেলে আপলোড এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণে তাঁর পেইজে বার্তাটি প্রকাশ করা হবে। প্রতিমাসে সেরা ১০টি ভিডিও বার্তার প্রেরককে আমার এমপির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
আমার এমপি ডট কম কর্তিপক্ষ শরীফ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রের বিষয়ে ঢাকা ১৩ আসনের সংসদ জাহাঙ্গীর কবির নানক এমপির দৃষ্টি আকর্ষণ করবে।
Written By : AmarMP Admin
আমার এমপি ডট কমে নাগরিকের পাঠানো ভিডিও চিত্র প্রচারিত হওয়ার পর ঢাকার একটি খালের জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। ঢাকা ১৩ সংসদীয় আসনের ৩৩ নম্বর ওয়ার্ড এর রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা নিয়ে শরীফ উদ্দিন নামে এক নাগরিকের পাঠানো একটি ভিডিওচিত্র গত ৮ এপ্রিল আমার এমপি ডট কমে প্রচারিত হয়। এই তথ্যচিত্রের মাধ্যমে রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। সম্প্রতি ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ SK INTERNATIONAL নামক একটি ঠিকাদারি কোম্পানির মাধ্যমে রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ নিয়েছে। রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ নেয়ায় ঢাকা ওয়াসাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার জনগণ।