Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2003 views

Subject : ফুটপাথে অবৈধ দোকান প্রসঙ্গে

Avatar

Written By : AmarMP Admin

আমার এমপি ডট কমের আহ্বানের প্রেক্ষিতে ঢাকা-১৩ সংসদীয় আসনের নবোদয় হাউজিং সোসাইটির প্রধান সড়কের কিছু অংশ ও ফুটপাত অবৈধভাবে দখল নিয়ে একটি তথ্যচিত্র পাঠালেন মোঃ শরীফ উদ্দিন নামে ঢাকার এক নাগরিক। এই তথ্যচিত্রের মাধ্যমে নবোদয় হাউজিং সোসাইটির প্রধান সড়ক দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

আমার এমপি ডট কম কর্তিপক্ষ শরীফ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রের বিষয়ে ঢাকা ১৩ আসনের সংসদ জাহাঙ্গীর কবির নানক এমপির দৃষ্টি আকর্ষণ করবে।