আমি আপনার ঢাকা ১৩ আসনের অন্তর্গত ৩৩ নং ওয়ার্ডে এর একজন স্থানীয় বাসিন্দা।
আমি যে এলাকায়ে বসবাস করি তার নাম পস্চিম কাটাসুর।
এ এলাকার বাসিন্দাদের এক দীর্ঘ দিনের সমস্যা হলো খাবার পানির অভাব।
কিছুদিন পূর্বে আমাদের ওয়ার্ডে এর সম্মানিত কাউন্সিলর, সর জমিনে তা পর্যবেক্ষণ করেন, এবং এর সমাধানের জন্য আপনার ভুমিকা ব্যাখ্যা দিয়ে, চলেযান। কিন্তু আমরা এর কোনো সমাধান আজও পাই নাই।
এবং কিছু লোক মুখে আমি এও শুনেছিযে,
তাহার আপনার জেলার নাম উল্লেক্ষ্য করে বলেন যে, এই জেলার এপি যতদিন থাকবে, এলাকার পানির পাম্প সপ্ন হয়ে থাকবে,
তারা আরো বলেন ১৯৯৬ সালের এমপির নাম উল্লেক্ষ্য করে বলেন, তিনি থাকা কালিন, শারিরীক শিক্ষা কলেজের পাম্পটি চালু ছিলো।
কিন্তু জোট সরকারের আমলে তা বন্ধকরে দিলেও পড়ে, মহাজোট সরকার গঠন করার পর হইতে, এ ভিম জেলার এমপি আসায়ে তা আর চালু কর হয় নাই, (উল্লেক্ষ্য এইযে, এই কাটাসুরে স্থানীয় ঢাকাইয়াদের বসতি বেশি)।
কিন্তু আমি ব্যাক্তি গত ভাবে উপরুক্ত সকল বিষয় এর সাথে একমত নই।
এর অন্যতম কারন হচ্ছে, আপনি এ আসনের প্রতিনিধি হওয়ার পরপরি, এলাকার জলাবদ্ধ্যতা দূর করেন।
রাস্তাঘাট এর উন্নয়ন করেন।
তাই আমি নিজেও একজন ঢাকাইয়া স্থানীয় বাসিন্দা হওয়া সত্তেও আমি তা বিশ্বাস করি না, বা করতে পারি না। আপনার উন্নয়ন নিজের চোখে দেখে।
কিন্তু এই পানির পাম্প সম্পর্কে, তাদের সাথে আর যুক্তি তর্কে পেরে উঠা হয় না।
তাই আমার জনাবের নিকট প্রশ্ন, এই জেলা ভিত্তিক বিভেদ কি আদো সত্য?
যদি, তা নাই হয়ে থাকে তবে, এই বিদুৎ তে সয়ংসম্পূর্ন্য দেশে, খাবার পানির এই সংকট দূর করে, একটি পানির পাম্পের ব্যবস্থা করবেন, যাতে আমার মত আপনার ভক্তবৃন্দগন ঐ সকলে বেক্তিদের উগ্রগামি কথার জবাব দিতে পারেন।