Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1860 views

Subject : রাস্তা সংস্কার নিয়ে প্রশ্ন

Avatar

Written By : Md. Sohel Rana

জনাব এমপি মহোদয় আমার সালাম নিবেন। আসা করি আল্লাহর রহমতে আপনি ভাল আছেন। আমি পাইকপারা সলিমউদ্দিন মার্কেট এর এখানে বসবাস করি। আমি গত 1 বছরের মত ধরে দেখছি কিংয়াসি চাইনিজ বাসস্ট্যান্ড পাইকপারা গামী রাস্তার মাথায় দুইটি বড় বিপদস্থান  এবং একটি উচু পানির অথবা ড্র্যানের ট্যাংক। 2 টা বড় বিপদস্থানই রাস্তায় ওয়াসার কাজ এর সময় সৃষ্টি হয়েছে যা আজও সংস্কার করা হয়নি। গত কিছু দিন আগে ওই কাটা অংশে রিকসা পড়ে রিকসায় থাকা দুইজন মহিলা ও বাচ্চা পড়ে যায়। আল্লাহর মেহেরবানি তে তারা কোন প্রকার অাহত হননি। কিন্তু গত 5 তারিখ অতি বৃষ্টিতে প্রধান রাস্তাটি সম্পূর্ন  তলিয়ে যায় এবং আমি বাসায় আসার পথে রিকসায় আসি এবং ভয়ে ভয়ে খাকি যেন ওই কাটা বিপদস্থান দুটি তে কেও না পড়ে। আমি আসা করছি আপনি অতি দ্রুত কাওকে তদারকি করতে পাঠিয়ে কাটা বিপদস্থান দুটি এবং উচু ট্যাংকটির একটি মেরামত ব্যবস্থা নিবেন।  এবং ওখানে ফুটপাতে একটি ডাস্টবিন বসাবেন যাতে আমরা আপনা নির্বাচনী এলাকা সুন্দর এবং পরিষ্কার রাখতে অভ্যস্ত হয়।

আপনার মুল্যবান সময় ব্যয় করে আমার এই অনুরোধ টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আল্লাহ আপনাকে সুস্থ্য রাখুক এই কামনা করছি।