রাজধানীতে ২২হাজার কোটি টাকা ব্যয়ে চলছে সকলের বহুল প্রতীক্ষিত মেট্রোরেল প্রকল্পের কাজ। এই প্রকল্প চলাকালে মানুষের যেন দূর্ভোগের শেষ নেই।একে তো যানজট তার উপর ধুলাবালি তো আছেই। তাছাড়া রাজধানীর গুরুতপূর্ণ কিছু বাস স্ট্যান্ড এ দেখা মিলে ময়লা আবর্জনার বিশাল স্তূপ। রাস্তার বেশ অনেকটা জায়গা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে থাকে এই ময়লা-আবর্জনা। এ সকল জায়গাতেই বাসে উঠানামা করে যাত্রীরা। ময়লা আবর্জনার উটকো গন্ধে আশেপাশে দাঁড়ানো দায়। এ সকল ময়লা আবর্জনার কারনে দূষিত হচ্ছে পরিবেশ, বৃদ্ধি পাচ্ছে যানজটের সাথে সাথে সাধারন মানুষের ভোগান্তির অন্ত নেই। এই বিষয়ে ঢাকা-১৫ আসনের মাননীয় এম.পি জনাব কামাল আহমেদ মজুমদার এর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।