Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1838 views

Subject : আবাসিক এলাকার অলি-গলিতে হকাররা মালামাল বিক্রির কারণে জনজীবন দুর্বিষহ।

Avatar

Written By : Irfan A Khan

জনাব,

মিরপুর, সেকশন-১২, ডি-ব্লকের ১৩ নং লেন থেকে ১৫ নং লেন পর্যন্ত সারাদিন শত শত হকার রাস্তা দখল করে কাপড়-চোপড়, শাক-সব্জি, মাছ, এমনকি দুর্গন্ধময় মুরগী জবাই ও বিক্রি করছে। সংলগ্ন দুইটি স্কুলের শিক্ষার্থী ও তাদের মা'রা এই সব হকারদের কাছ থেকে কেনাকাটাও করে। একারনে সকাল থেকে বিকেল পর্যন্ত এই লাইনগুলোতে হাঁটা-চলাও দুরূহ, আর গাড়ি ঢোকার তো কোনও উপায়ই নেই।

এই পরিস্থিতি গত ৪ বৎসর ধরে সংকটময় হতে হতে আজ অসহ্য হয়ে গিয়েছে। আপনার প্রতি সবিনয় অনুরোধ, যেভাবেই হোক এসব হকারদেরকে সমূলে উচ্ছেদ করে আমাদের আবাসিক এলাকাকে শান্তি ফিরিয়ে দিন। 

বিনীত

ইরফান আহমেদ খান

ন্যাশনাল কনসাল্ট্যান্ট - ইনোভেশন

একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, 

প্রধানমন্ত্রীর কার্যালয়।