Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2648 views

Subject : মিরপুর ১২ নাম্বার ই ব্লক ৮ নং রোডের ( পূর্ব পাশ ) রাস্তা সংস্কারের জন্য আবেদন ।

Avatar

Written By : Mahfuzul Haq

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমরা মিরপুর ১২ নাম্বার ই ব্লক ৮ নং রোডের বাড়ি নাম্বার যথাক্রমে ৭৮ থেকে ৯৫ এর বাসিন্দাগন বিনীতভাবে জানাচ্ছি যে, রাজধানীর মিরপুরের ১২ নাম্বার ই ব্লক ঘনবসতিপূর্ণ একটি এলাকা । কালশি কবরস্থানের গেটের উল্টো গলি যাহা ই ব্লকে যাতায়াতের একমাত্র রাস্তা, আমাদের উল্লেখিত  ৮ নং রাস্তা সহ এই গলিপথ দিয়ে প্রতিদিন সকাল থেকে মধ্য রাত অবধি বাসিন্দারা কালশি সরিণতে এসে বাস ধরে থাকেন। অথচ দীর্ঘদিন ধরে আমদের বাড়ির সামনের সড়কটির পুরো জায়গায় খানা-খন্দে ময়লা আবর্জনায় পরিপূর্ণ , এখানকার জুয়ারেজ লাইন ময়লা-আবর্জনা ঢুকে বন্ধ হয়ে অনবরত পানি উপচে পড়ায় শুকনা মৌসুমেও পানি জমে সড়কটি প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। জমে থাকা পানি মশার প্রজননক্ষেত্র হওয়ায় দিনে-রাতে মশার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সব মিলিয়ে এ এলাকায় বসবাস করা দুরুহ হয়ে দাঁড়িয়েছে।

তাই জরুরিভিত্তিতে সুয়ারেজ লাইনসহ রাস্তাটি সংস্কার করার জন্য মাননীয় এম পি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তাটি মেরামতের জন্য আশু উদ্যোগ নিতে মাননীয় এম পি মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ।