Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2040 views

Subject : দুয়ারিপাড়া বাজার ও বাস স্ট্যান্ড সম্পর্কিত জিজ্ঞাস্য

Avatar

Written By : Arzu Zahid Amin

মাননীয় এম পি মহোদয় 
আমার সালাম গ্রহণ করবেন । আশা করি ভাল আছেন । 
আমি আপনার নির্বাচনীয় এলাকার ইষ্টার্ণ হাউজিং এলাকার একজন বাসিন্দা। আমাদের এলাকার মিরপুর সাড়ে এগারো থেকে ইষ্টার্ণ হাউজিং যাবার রাস্তার উপর দুয়ারিপাড়া এলাকায় রাস্তার উপর অবৈধ বাজার বসে - এছাড়া এর সাথেই রয়েছে বাস স্ট্যান্ড - এবং এখানকার ফুটপাথ সর্বদা  থাকে দখল করা কিছু লোকের দোকান দ্বারা। এই সব অবস্থায় দুয়ারিপাড়া রাস্তায় সবসময় ই   জ্যাম থাকে  এবং এলাকা টি  ধীরে ধীরে একটি ঘিঞ্জি এলাকায় পরিনত  হয়েছে - 
আমরা জানিনা আদৌ এই রাস্তা দখল্মুক্ত হওয়া সম্ভব কিনা - আমি নতুন প্রজন্মের একজন ভোটার হিসেবে আপনার নিকট আকুল আবেদন করছি এই এলাকায় রাস্তা দখল মুক্ত করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে আমাদের বাধিত করবেন । আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি আপনি ছাড়া এ অবস্থার উন্নতি করা সম্ভব না । 

আপনার মঙ্গল কামনায় 
জাহিদুল আমিন