কাওলার নামাপাড়ার এই রোডটি যেন প্রকৃতির সৌন্দর্যের মাঝে এক টুকরো কলঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে। এক সময়ের ব্যাস্ত এই সড়কটি মেরামতের অভাবে আজ নিষ্প্রাণ। রাতের অন্ধকার নামার সাথে সাথেই এই রাস্তাটি হয়ে যায় মাদকসেবী ও মাদক বিক্রেতাদের অভয়ারণ্য। অবাধে চলে মাদক কেনাবেচা ও সেবন। রাস্তাটির আলোক স্বল্পতার কারণে অবাধে চলে চুরি ছিনতাই। স্থানীয় কিছু প্রভাবশালীর ভয়ে সোচ্চার হতে পারেন না স্থানীয় জনসাধারণ। রাস্তার বিভিন্ন জায়গায় ময়লা ফেলে এটি এখন পুরোপুরি চলাচলের অযোগ্য করে দেয়া হয়েছে। সারাক্ষন এই ময়লার কারণে আশেপাশে কুকুর ঘুরাঘুরি করে যা জনগন এর চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। ভিডিও টি আমার এম পির একজন ভলান্টিয়ার কাওলা নামাপারা থেকে ১৯ অক্টোবর দুপুর ১ টায় মোবাইলে ধারণ করেছেন। এ বিষয়ে ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এড সাহারা খাতুন এর দৃষ্টি আকর্ষণ করছি।