Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2016 views

Subject : Regarding Truck Stand at bridge( Savar kacha Bazar)

Avatar

Written By : Billal Hossen

সাভার নামা বাজার এর নতুন ব্রিজ এর উপর অনেক ট্রাক পারকিং করে এবং ব্রিজের গোড়াতেও অযথা পারকিং করে থাকে যার ফলে পথ চলাচল কারী সর্ব সাধারনের অনেক সমস্যা হয় । অনেক সময় মুমূর্ষু  রোগী নিয়ে গাড়ি আটকে আছে ঘণ্টার পর ঘণ্টা । নৌকা তে চলাচলের সময় ও মানুষের এত দুর্ভোগ হয়নি । মানুষ এই ব্রিজের সুফল পাচ্ছে না । ব্রিজ টি সাভার নামা বাজারে অবস্থিত যা ফোর্ড নগর বা ফুট নগর ব্রিজ নামেও পরিচিত।

দয়া করে আপনি কোন ব্যবস্থা নিবেন কি?