পহেলা জুন, ২০১৯ সময় দুপুর ৩ টা। সাভার উপজেলা ম্যাজিস্ট্রেট এর তত্বাবধায়নে চলছিলো ভেজাল বিরোধী অভিযান। ঠিক এই সময় সাভারের মিঠু কসাইয়ের দোকানে ধরা পড়ে ক্যামিক্যালে তৈরি রক্ত। এই ভেজাল রক্ত মাংসে মিশিয়ে মাংস দেখানো হয় টাটকা। এই সকল ক্ষতিকর ক্যামিক্যাল মানব দেহে সৃষ্টি করে মানবঘাতি ক্যান্সার সহ জটিল ও কঠিন রোগের। উপজেলা ম্যাজিস্ট্রেট এর তত্বাবধানে করা এই অভিযানে দোকান মালিককে তাৎক্ষনিক ভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্যামিক্যাল মেশানো মাংস জব্দ করা হয়। সাথে সাথে আশেপাশের মাংসের দোকানে সাবধান করে দেয়া হয় যাতে পরবর্তিতে কেউ যেন এই ধরনের অপরাধ মূলক কাজে লিপ্ত না হয়। এই অভিযানে এলাকার মানুষ অনেক সন্তোষ প্রকাশ করেছেন।
এমন একটি সফল অভিযান পরিচালনায় ঢাকা-১৯ আসনের মাননীয় এম.পি জনাব ডাঃ মোঃ এনামুর রহমানকে আমার এম.পির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।