Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1967 views

Subject : রাস্তার পাশে ময়লা আবর্জনা

Avatar

Written By : Obaidur Rahaman Ovi

বাংলাদেশে অধিকাংশ জায়গায় রাস্তার পাশে ময়লা ফেলে স্তুপ করা হয়। অথচ অন্যান্য দেশে রাস্তার পাশে মনোমুগ্ধকর বিভিন্ন ফুলগাছ ও অন্যান্য গাছপালা রোপণ করে সৌন্দর্যবর্ধন করা হয়। আর আমাদের দেশে এর উল্টোটা করা হয় । এতে করে বিদেশিরা এদেশে আসতে অনীহা প্রকাশ করে। বিরূপ ধারণা নিয়ে যায়। যা আমাদের জন্য আর্থিক ও অনার্থিক দুইভাবেই ক্ষতিগ্রস্তের কারন হয়ে দাঁড়াবে। তাই আমরা সাভারবাসী চাই রাস্তার পাশে এই ময়লা আবর্জনা উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন করে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্য সচেতন জীবন অতিবাহিত করতে।সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপিএটিসির মাঝে রাস্তার পাশে অনেক ময়লা স্তুপ করে রাখা হয়। এতে যাত্রীরা দুর্গন্ধে অসুস্থতা অনুভব করে। এছাড়াও সাভার বাজারের ও কিছু জায়গায় যত্রতত্র আবর্জনা ফেলে রাখা হয়। অনুগ্রহ করে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের মত সাধারণ নাগরিকদের পাশে থাকবেন মাননীয় সংসদ সদস্য।

ধন্যবাদ।

মোঃ ওবায়দুর রহমান,

শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।