আপনার এইবারে মেয়াদকালীন সময়ে কি আমরা হাজীপুরের ২য় ব্রিজটা নির্মান কাজ দেখতে পাবো? ব্রিজটা নির্মান হলে কাকরান, একুরিয়া, তেতুলিয়া, স্বরনোকলী এই পাঁচ গ্রামের মানুষ অনেক সুবিধা পেতো। তাছাড়া আগের সব এমপিগন এই ব্রিজের আশা দেখিয়েও নির্মান করাননি। আপনার কাছ থেকে এই ব্রিজ নির্মানে পদক্ষেপ দেখার আগ্রহ করছি।