Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 2216 views

Subject : রাস্তা পাঁকা করণ প্রসঙ্গে

Avatar

Written By : Mr Forhad Hossen

মাননীয় সাংসদ,

আন্তরিক অভিনন্দন ও সালাম নিবেন।
আমি ঘাগটিয়া ইউনিয়ন, কামারগাঁও গ্রামের একজন বাসীন্দা।কামারগাঁও বাজারের মোড়া থেকে বাওড় সরকার বাড়ী বাজার হয়ে কচুয়ার খাল পর্যন্ত রাস্তাটি অত্যন্ত দুর্বিসহ, যা বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পরে। আমাদের কামারগাঁও বাসীর অনেক দিনের দাবি, আপনি আমাদের এই রাস্তাটি পাঁকা করণের উদ্যোক নিবেন।আপনার আশ্বাসের অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ ,


কামারগাঁও এলাকা বাসীর পক্ষে---

ফরহাদ হোসেন