Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1757 views

Subject : নরসিংদীতে বর্জের কারণে নদী ও পরিবেশ দূষণ

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি মহোদয়

 শুভেচ্ছা নিবেন।

এটা নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীর একটা উপশাখা। নরসিংদীর যত বর্জ্য পদার্থ আছে সব এখানে ফেলা হয়। এখানে প্রদত্ত ভিডিওটি একটু নমুনা মাত্র। সম্পূর্ণ বাধ ঘুরলে সবজায়গায় এমন নোংরা পরিবেশ দেখা যাবে। দুর্গন্ধে প্রায় হাঁটায় যায় না নদীর পাশ দিয়ে। দুর্ভাগ্যবশত আমি বর্তমানে যেই ইউনিয়নে (হাজীপুর) থাকি,  সেখানে থেকে একমাত্র এই পথ দিয়েই বাজারে বা জেলা সদরে যেতে হয়। আর প্রতিদিন দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে যাতায়াত করতে হয়।

এই বিষয়টি আপনার নজরে আনা হলো।

বিনীত

আমার এমপি টিম