মাননীয় এমপি মহোদয় , প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম নিবেন। আমি ফজল বিন জাফর আপনার নির্বাচনী এলাকা নরসিংদী সদরদক্ষিণ তথা চরঅঞ্চলের নবীপুর গ্রামের স্হায়ী বাসিন্দা, বর্তমানে জার্মানির একটি পাবলিক ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। মহোদয় , আপনি নরসিংদী বাসীর অভিবাভক, নরসিংদী সদরবাসি আপনাকে ভালোবেসে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত করেছে সেই সাথে আপনি বর্তমান সরকারের ও আস্থাবাজন যার দরূন আপনি প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন । মহোদয় , আপনি প্রথমবার নির্বাচিত হয়েই আপনার প্রতিস্তুতি অনুযায়ী চরবাসীর প্রাণের দাবি,নরসিংদী মেঘনা নদীর উপর নজরপুর-করিমপুর সংযোগ সেতুর নির্মাণকাজ শুরু করেন। যতদূর জানি ৩ বছরের চুক্তি অনুসারে ২০১১ সালে LGED মন্ত্রণালয়ের অধীনে মহিউদ্দিন বিল্ডার্স ও ভারতীয় প্রতিষ্টান শিকোঁর তত্ত্বাবধানে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় , চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ও শেষহয়নি ব্রিজটি নির্মাণের অর্ধেক কাজ , দুই বছর পূর্বে ১৩-০৩-২০১৫ তারিখে মাছরাঙা টেলিভিশনের রিপোর্ট অনুসারে জানতে পারি, জমি অধিগ্রহনের জটিলতার কারণে কাজটি সময়মতো হয়েউঠেনি , মাননীয় প্রতিমন্ত্রী আপনি আমাদের আসার আলো তাই আপনার কাছে সবিনয় জানতে চাই ,আর কতদিন অপেক্ষা করলে আমাদের স্বপ্নের ব্রিজের নির্মাণকাজ শেষ হবে ? সবশেষে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা রাখুন।