View Question 1797 views

Subject : নরসিংদিতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ ব্রীজ

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

নরসিংদী ৫ আসনের রায়পুরা পৌরসভার ৭নং ওয়ার্ডের মেরাতলি গ্রামের একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে ব্রীজটির এই বেহাল দশার চিত্র এটি। এই ব্রীজ দিয়ে প্রায় ২০০-৩০০ ছাত্র-ছাত্রী আসা যাওয়া করে। যাদের বেশির ভাগের বয়স ৫ বছরের নিচে। এমনকি এই রাস্তা দিয়ে প্রতিদিন ২০০০-৩০০০ জন লোক আসা যাওয়া করে। রাতে কোনো আলোর ব্যবস্থা নাই। আমার এম পির একজন ভলান্টিয়ার গত ২৯ মে ২০১৯ বিকাল ৫ টায় ভিডিও টি মোবাইলে ধারণ করেন। 
 
এ বিষয়ে নরসিংদি ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাজি উদ্দিন আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করছি।
 
বিনীত
 
আমারএমপি