View Question 1758 views

Subject : নরসিংদীর রায়পুরাতে রাস্তা ও ব্রীজের বেহাল দশা

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিবেন।

যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় কেন্দ্রীয় মহাশশ্মানের রাস্তার বেহাল দশা অথচ দেখার মতো কেউই নেই। দীর্ঘদিন এই অবস্থা চলমান রয়েছে। দুর্ঘটনাও হয়েছে অনেক। কিন্তু টনক নড়েনি কর্তৃপক্ষের। কাঁচা মাটির সড়ক অথচ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে গুরুত্বপূর্ণ কোন সড়ক বা রাস্তা কাঁচা থাকার কথা না। একটি ব্রীজ রয়েছে, সেটিরও বেহাল দশা। ব্রীজের রেলিং ভেঙ্গে বিপজ্জনক অবস্থায় রয়েছে বহু বছর ধরেই। রাস্তের বেলায় যানবাহন ব্রীজ পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। নেই কোন আলোর ব্যবস্থাও। দাহ কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হিমশিম খেতে হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক লোক আসা যাওয়া করে। স্থানীয়রা জানান, ব্রীজ ও রাস্তা সংস্কার বা মেরামত করা না হলে আরো অনাকাক্সিক্ষত দুর্ঘটনা অপেক্ষা করছে রায়পুরাবাসীর জন্য। ভিডিওটি গত ২৬ মে আমারএমপি ডটকমের একজন ভলান্টিয়ারের ক্যামেরাবন্দী হয়।

এ বিষয়ে নরসিংদী-৫ আসনের মাননীয় সাংসদ জনাব রাজিউদ্দীন আহমেদ রাজু-এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

বিনীত

আমারএমপি