View Question 1894 views

Subject : নরসিংদীর শ্রীরামপুরে হাতুড়ে ডাক্তারের অদ্ভূত দন্ত চিকিৎসা

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

ডাক্তার , রোগী কিংবা যে কোন মানুষই জানে একবার ব্যবহৃত সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করা বিপদজনক। কিন্তু এখানতো পুরো উল্টো ব্যপার। একই সিরিঞ্জ ব্যবহৃত হচ্ছে বার বার। নরসিংদী ৫ আসনের শ্রীরামপুর বাজার। সপ্তাহে ২ দিন হাট বসে এই বাজারে। আর হাটের দিন উদ্ভব হয় অদ্ভুত ধরনের কিছু হাতুড়ে ডাক্তারের। কোন পরীক্ষা নিরীক্ষা , এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই বিভিন্ন বয়সের লোকের দাঁত ফেলা হচ্ছে এখানে । বলা হয়ে থাকে দাঁতের সাথে চোখের একটি সংযোগ আছে, এ ব্যপারে বিশেষজ্ঞ ডাক্তারগন ভাল বলতে পারবেন। কিন্তু দুটি দাঁতের অসমান অবস্থানের কারনে দাঁতের ফাকে দীর্ঘদিন ধরে ডেন্টাল ফ্লক জমা থাকার কারনে সৃষ্টি হয় ডেন্টাল ক্যারিজ জনিত পালপাইটিস, যা মাথা ব্যথার অন্যতম কারন। কিন্তু কে করে কার পরোয়া, নরসিংদীর শ্রীরামপুর বাজারের এসব হাতুড়ে ডাক্তারদের যেন এসব মানতে বয়েই গেছে। যেভাবে পারছেন সেভাবেই দাঁত ফেলে দিচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে লুঙ্গিপড়া একজন হাতুড়ে ডাক্তার কোনরকম আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তার নিজস্ব যন্ত্রপাতি দিয়ে একজন মহিলার দাঁত অনেকটা টেনে হিচড়ে ফেলার চেষ্টা করছেন। আধুনিক প্রশিক্ষন বিহীন এসব হাতুড়ে ডাক্তারদের এরকম জোড় জবরদস্তি করে দাঁত ফেলার কারনে হতে পারে নানা রকম রোগ,  এমনকি নষ্ট হতে পারে দৃষ্টিশক্তিও।
 
ভিডিওটি বিগত ১৭ জুন ২০১৯ ইং তারিখ দুপুর ১২ ঘটিকার সময় নরসিংদীর শ্রীরামপুর বাজার থেকে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারন করা হয়।
 
এ বিষয়ে নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাজি উদ্দিন আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করছি ।
 
বিনীত
 
আমারএমপি