স্যার, আপনি জানেন যে পূর্বাচল হতে জলসিড়ি প্রকল্পতে একাধিক রাস্তার সার্ভে ইতিমধ্যে সেনাবাহিনী করে নিয়েছে এবং ইছাপুরা বাজার, ছনি এলাকা দিয়ে তারা রাস্তার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে। বাংলাদেশের আইন বা সংবিধানের মতে রাস্তা বা কোন প্রকল্পতে কাজ শুরু করার আগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরন দেয়ার বিধান আছে কি? আর যদি থেকেই থাকে তাহলে তারা ক্ষতিপূরন না দিয়েই কেন আমাদের জমির উপর দিয়ে রাস্তা নির্মান করা হল? আমার জানা মতে তারা এখন কত টাকা ক্ষতিপূরণ দিবে তা ঘোষণাও (লিখত) ক্ষতিগ্রস্তদের জানায়নি।
এমতাবস্থায় আপনার ক্ষতিগ্রস্ত নাগরিকদের করনীয় কি আর আপনি কীভাবে তাদের পাশে দাঁড়াবেন তাদের ন্যার্য পাওনা আদায়ে?