View Question 2172 views

Subject : ফুটপাথে পথচারী দূর্ভোগ প্রসংঙ্গ

Avatar

Written By : Arshadul haque

জনাব , আমার সালাম নিবেন । আমাদের নারায়নগন্জ চাষারায় ফুটপাথে অবৈধ দোকানের জন্য পথচারীরা হাটতে পারে না । ফলে তারা রাস্তা দিয়ে হাটে । রাস্তায় গাড়ী চলে , রিক্সা চলে আবার পথচারীরাও হাটে । ফলে সেখানে নিত্যকার জ্যাম লেগে থাকে । আমার ব্যাক্তিগত বিশ্বাস ,ফুটপাত দখলমুক্ত করে পথচারী চলাচলের ব্যাবস্থা করলে জ্যাম দূর্ভোগ অনেকটা কমতো । এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়ার কর্মপরিকল্পনা আছে কিনা , জানালে বাধিত হবো ।

ধন্যবাদ

আমার MP ,আমার অহংকার। 

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু