B.M. Muzammel Haque - বি,এম, মোজাম্মেল হক
Former/Previous MP
Shariatpur-1 , Shariatpur
Bangladesh Awami League
View Question 2819 views
Subject : বিদ্যুৎ চাই প্রতিশ্রুতি নয়-
Written By : Saiful Islam Khan
তারিখ:২৩.০৩.২০১৭
বরাবর,
মাননীয় সাংসদ মহোদ্বয়,
মাহমুদপুর ইউনিয়নে লক্ষাধিক মানুষ অন্ধকারে। আধুনিক প্রযুক্তির সকল ছোয়া থেকে বিচ্ছিন্ন। প্রতিশ্রুতির ৮ বছর পরেও বিদ্যুৎ যায়নি ইউনিয়নের বাতিঘর হিসেবে পরিচিত একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়- মাহমুদপুর মডার্ণ উচ্চ বিদ্যালয় ও একমাত্র দাখিল মাদ্রাসা খাঁ পাড়া দাখির মাদ্রাসায় বিদ্যুৎ না থাকায় শিক্ষাব্যবস্থা ব্যহত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার প্রসারে বিদ্যুৎহীন জীবন মানেই অন্ধকারে তলিয়ে যাওয়া।
মাননীয় সংসদ সদস্য আমার উক্ত এলাকায় আর কতদিন অন্ধকারাচ্ছন্ন থাকবে? এবারও কি শুধু আশ্বাস দিবেন নাকি বাস্তবায়ন হবে।
বিনীত -
সাইফুল ইসলাম খান
Written By : B.M. Muzammel Haque - বি,এম, মোজাম্মেল হক
আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক। বিদ্যুৎ ও রাস্তা সংস্করণ প্রসঙ্গে প্রশ্নটি করেন সাইফুল ইসলাম খান। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মোজাম্মেল হক এর উত্তর দেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর আশিকুর রহমান লাভলু।