আমি মাহমুদুল হাসান শাকুরী। আপনার সংসদীয় এলাকার সবচেয়ে অবহেলিত জনপদ সদ্য বিলুপ্ত জাজিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। আপনি জানেন পদ্মা আমাদের আশপাশের বিভিন্ন জনপদ ও শিক্ষা প্রতিষ্ঠান গ্রাস করে নিয়েছে। পথে বসিয়েছে হাজার হাজার মানুষকে। এখনও নদী ভাঙ্গছে অনবরত ।
২০০৮ সালে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার মাধ্যমে এদেশের মানুষ আশায় বুক বেধে ছিলো, নদী ভাঙ্গনের সমাধান হবে কিন্তু সে আসার বাস্তবায়ন গত ৯ বছরে হয়েছে কি? নদী আর কত ভূমি গ্রাস করলে আমরা শরীয়তপুরের মানুষ পালেরচর থেকে সুরেশ্বর পর্যন্ত বাধ দেখতে পাবো?
পালং ও জাজিরায় এখন নিয়মে পরিনত হয়েছে ২৪ ঘন্টায় ৩/৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে। এর ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের অধ্যয়ন। গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। নাকাল হয়ে উঠেছে জনজীবন। এই সমস্যার কার্যকর সমাধান আমরা পাবো কি?