View Question 2173 views

Subject : জগন্নাথপুরের রাস্তা প্রসঙ্গে

Avatar

Written By : Hiron Mahmud Nipu

মাননীয় মন্ত্রী  মহোদয় -

১/বিশ্বনাথ  শেষ সীমান্ত  "কেউন বাড়ী " থেকে  "ভবের বাজার "এর রাস্তা 

২/"ভবের বাজার " থেকে সৈয়দ পুর  বাজার  হয়ে "নয়া বন্দর "  এর রাস্তা 

৩/ "ভবের বাজার " থেকে জগন্নাথপুর হয়ে  দক্ষিণ সুনামগঞ্জ  আপনার  বাড়ী  পর্যন্ত   রাস্তা 

এই টুকুই-ত  সুনামগঞ্জ ৩  নির্বাচনী  এলাকা ।

আপনি সত আদর্শিক  সাংসদ  হিসেবে  সুপরিচিত  রয়েছে   তাই  আপনার  সততার দোহাই  আপনিই বলুন  উল্লেখিত রাস্তাগুলির কখন বেহাল অবস্থা  ছিল না?  

আওয়ামীলীগ দীর্ঘ দিন ধরে ক্ষমতায় আপনিও দায়িত্বে আছেন  আপনিই বলুন  জগন্নাথপুরে  উল্লেখযোগ্য  অথবা দৃশ্যমান কি উন্নতি বা উন্নয়ন হয়েছে?  

যদি না  হয়ে থাকে- জগন্নাথপুরের জনগণের কি অপরাধ তাও কি  জানার অধিকার নেই?