View Question 2936 views

Subject : প্রগতি উচ্চ বিদ্যালয়, দোহালিয়া, স্কুল এন্ড কলেজ এ রুপন্তর প্রসঙ্গে

Avatar

Written By : MD Bojlur Rahman

মাননীয়, সংসদ সদস্য

 সালাম নিবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা জানি আপনি একজন শিক্ষাবান্ধব নেতা, শিক্ষার প্রসারঘটাতে আপনি সার্বিক সহযোগিতা করেছেন,আগামীতেও আপনার সহযোগিতা অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি। আপনি নিশ্চয় অবগত আছেন। সুরমা নদী দোয়ারাবাজার উপজেলাকে দু'ভাগে বিভক্ত করেছে। নদীর দক্ষিণ পাড়ে তিনটি ইউনিয়ন,  এ তিনটি ইউনিয়নে কোন কলেজ নেই।

প্রশ্ন- চলতি বছর প্রগতি উচ্চ বিদ্যালয় এ এইচ,এস,সির পাঠদানের  অনুমোতি পাওয়া যাবে কি?

বজলুর রহমান

অভিভাবক সদস্য, প্রগতি উচ্চ বিদ্যালয়,দোহালিয়া,